Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আরটিভি সম্মাননায় ভূষিত হলেন এটর্নী মঈন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ১ জানুয়ারি ২০২৪

আরটিভি সম্মাননায় ভূষিত হলেন এটর্নী মঈন চৌধুরী

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আরটিভি সম্মাননায় ভূষিত হয়েছেন।

গত ২৭ ডিসেম্বর রাতে নিউইয়র্কে আরটিভির ১৯ বছরে পর্দাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সন্মাননা দেয়া হয়। স্বনামধন্য এটর্নী মঈন চৌধুরী আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমানের কাছ থেকে সন্মাননা গ্রহন করেন।

মঈন চৌধুরী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে আসছেন।

বিশেষ করে এক্সিডেন্ট ও ইমিগ্রেশন মামলায় বিভিন্ন ধরনের আইনগত সহায়তা দিয়ে থাকেন তিনি। কমিউনিটির প্রত্যেকটি ইভেন্টে তার রয়েছে সরব উপস্থিতি। বিভিন্ন ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে তাঁর সহায়তার বিষয়টি কমিউনিটির মানুষ সম্মানের চোখে দেখে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ