Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের সাফল্যযাত্রা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২২, ১ জানুয়ারি ২০২৪

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের সাফল্যযাত্রা অব্যাহত

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডিতে একসাথে বেশ কয়েকজন বাংলাদেশির পদোন্নতি হয়েছে। এর মধ্যে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন গাজী শরীফ, নাশীর সিদ্দীক ও মোহাম্মদ রহমান। ডিটেকটিভ পদে পদোন্নতি পেয়েছেন ইফতেখার মাশফিক।

ডিটেকটিভ স্পেশালিস্ট পদে সেলিনা আলী এবং রাজ্জাক মালিক পদোন্নতি পেয়েছেন। এছাড়া ট্র্যাফিক সুপারভাইজার লেভেল-৩ পদে হোসেইন ইসলাম,  ট্র্যাফিক সুপারভাইজার লেভেল-১ পদে আমান আলম, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ ইসলাম, ঈচিহারা পারন্যাল এবং এসপিএএ পদে রোকশানা মিয়া পদোন্নতি পেয়েছেন।

এসব পদোন্নতির মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী পুলিশ বাহিনীতে বাংলাদেশিদের নিষ্ঠা ও দক্ষতা স্বীকৃতি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

এটা শুধু ব্যক্তিবিশেষের অর্জন নয়, এর মাধ্যমে নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশনের ঐক্য এবং শক্তিও স্বীকৃতি পেয়েছে বলে অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলা হয়েছে। এই সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ