নিউইয়র্ক সিটি ট্রাফিক পুলিশ ইউনিয়নের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ব্রংকস-কুইন্সের ডেলিগেট নির্বাচিত হয়েছেন শিবলী চৌধুরী কায়েস। ১৫ প্রার্থীর বিপরীতে ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি লোকাল ইউনিয়ন ১১৮২-এর ডেলিগেট হিসেবে কাজ করবেন।
শিবলী একজন সাংবাদিক হিসেবেই বেশি পরিচিত। তিনি চ্যানেল টিটির সিইও এবং প্রেসিডেন্ট। এর আগে তিনি টাইম টেলিভিশনে কাজ করেছেন। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছিলেন।
বাংলাদেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য ছিলেন। শিবলী চৌধুরীর এই বিজয়ে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুমদার অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ড.আবু জাফর মাহমুদ এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানান।
তিনি বলেছেন, সততা ও নেতৃত্বের অসাধারণ নৈপূণ্য দেখিয়ে কায়েস নিউইয়র্ক ট্রাফিক পুলিশের মতো পেশাদারি বাহিনীর দায়িত্বের ভেতরে থেকেই প্রতিনিধিত্বের ধারা অব্যাহত রাখতে সমর্থ হয়েছেন। তার সাফল্যে আমরা গর্বিত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।