সিনিয়রদের সেবায় আরও একধাপ এগিয়ে গেল নিউইয়র্কের গোল্ডেন এজ হোম কেয়ার। বয়স্কদের সেবার ব্রত নিয়ে গত ১৫ ডিসেম্বর এস্টোরিয়ার প্রাণকেন্দ্র ৩১ স্ট্রিটের ওপর গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা উদ্বোধন করা হয়। অফিসটি জালালাবাদ ভবনে অবস্থিত।
এদিন বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার পর অফিসটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধূমাত্র আর্থিক বিবেচনা করে এই শাখাটি আমরা চালু করছি না।
এই এলাকায় প্রচুর বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। তাদের ঘরের কাছে আমরা সেবা নিয়ে আসছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, ফোবানার কর্মকর্তা শরাফত হোসেন বাবু, সাপ্তাহিক আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক, সাংবাদিক বেলাল আহমেদ, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, বদরুদ্দোজা বাবু, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা সুলতানা আহমেদ, মামুন বেপারী, শফি উদ্দীন মিয়া, খোকা, মাসুম প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।