স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কে সেফটি ট্রেনিং এবং সেলফ ডিফেন্সের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এই আয়োজনের সঙ্গে জড়িত ছিল মুসলিম কমিউনিটি নেটওয়ার্ক। গত ১৬ ডিসেম্বর এই আয়োজন সম্পন্ন হয় কুইন্সের ১৫০-২৫ হিলসাইড অ্যাভিনিউতে অবস্থিত দারুল উলুম নিউইয়র্কের নিজস্ব ভবনে।
এই আয়োজনে সহযোগিতায় ছিল হোপ অ্যাগেইনস্ট হেট, এশিয়ান আমেরিকান ফেডারেশন, নন-ভায়োলেন্ট পিস ফোর্স, সেভ দ্য পিপল ইউএসএ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ।
মূলত হেইট ক্রাইমের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেটাই সেখানো হয়েছে এই কর্মশালায়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রশিক্ষকের আলোচনার বিষয় ছিল—কোন কোন অপরাধ হেইট ক্রাইমের আওতায় পড়বে, হেইট ক্রাইমের শিকার হলে কীভাবে তা মোকাবেলা করতে হবে, কোথায় অভিযোগ দায়ের করতে হবে, ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে ব্যক্তিগত সুরক্ষা এবং এ সম্পর্কিত সচেতনতাসহ আরও অন্যান্য বিষয়াদি।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।