Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১৮ ডিসেম্বর ২০২৩

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন অনুষ্ঠিত

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২০২৫ মেয়াদের জন্য মো. ফখরুল ইসলাম মাসুম সভাপতি এবং নূরে আলম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

গত ১০ ডিসেম্বর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আমিন খান জাকির। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন বাবুল চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন।

নির্বাচনকালে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৭৫। ১ জন ভোটার দেশে থাকায় মোট ৭৪ জন ভোটার সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেন। তবে দুজন ভোটারের ভোটদান বিধিসম্মত না হওয়ায় বাতিল হয়ে যায়।

৭২ জন ভোটারের মধ্যে সভাপতি পদে মো. ফখরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী অপর সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নূরে আলম মনির পেয়েছেন ৩৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল গাজী পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ