মালয়েশিয়ায় বিজয় উৎসব করতে যাচ্ছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া। ‘এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজনে দর্শকদের জন্য থাকছে দেশীয় সাংস্কৃতির নানা পরিবেশনা।
দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে- নাচ, গান, দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন শো, নাটক, কৌতুক এবং শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়া বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয়েছে মেলা। মেলার স্টলে নানান জিনিসের পসরা সাজিয়ে বসবেন সৌখিন ব্যবসায়ীরা।
অনুষ্ঠানের আয়োজক ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বিজয় দিবসের এ আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার ঘটাতে চাই।
দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত সঙ্গীতশিল্পী এবং মালয়েশিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় থাকবে।
অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম এবং মালয়েশিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।