Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন কনসাল জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ১৩ ডিসেম্বর ২০২৩

কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন কনসাল জেনারেল

কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন নিউয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। ৯ ডিসেম্বর লাইব্রেরিটি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি লাইব্রেরির সভাপতি ডেনিস ওয়ালকটের সঙ্গে মতবিনিময় করেন।

তারা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও জোরদার করার সম্ভাব্য সহযোগিতার বিষয়ে কথা বলেন। কুইন্স লাইব্রেরির সভাপতি লাইব্রেরি বিভিন্ন পরিষেবার সংক্ষিপ্ত বিবরণ দেন।

কনসাল জেনারেল লাইব্রেরিতে মুজিব কর্নার স্থাপনের জন্য এবং সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনের সুবিধার্থে তার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি ভাষাগত এবং জাতিগত সাংস্কৃতিক বৈচিত্র্যের চেতনা লালন এবং মানুষে মানুষে যোগাযোগ জোরদার করার জন্য কুইন্স লাইব্রেরির অনুকরণীয় ভূমিকার প্রশংসা করেন। লাইব্রেরি সংগ্রহকে আরও সমৃদ্ধ করার জন্য সভাপতি আরও বই সংগ্রহের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ