Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৩, ১১ ডিসেম্বর ২০২৩

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৬ ডিসেম্বর দুপুরে ১৬৯ স্ট্রীট ও জ্যামাইকা এভিনিউয়ে ৩ শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচির আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ।

প্রধান অতিথির ভাষণে কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচাডর্স বলেন, কনকনে হিমেল হাওয়া, তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী, বাস্তুহারা মানুষদের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।

সেই সব শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত প্রসারিত করে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন মানবিক কাজ করেছে।

আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্ঠা এম এ ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ-সভাপতি রীনা সাহা, সহ-সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আহনাফ আলম। সংগঠনের সভাপতি শাহনেওয়াজ বলেন, ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা জ্যামাইকার সব শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই উদ্যেগের ফলে কিছু মানুষ উষ্ণতা পাচ্ছে—সেটাই স্বার্থকতা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ