
নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত দুই বাংলাদেশি আমেরিকান পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়ে তারা সার্জেন্ট হয়েছেন। ২১ নভেম্বর নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের সার্টিফিকেট প্রদান করেন পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবান।
পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন, সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিম। বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে উৎসাহ দিয়েছেন। এসময় পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়েছে।
এই দুজনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। রুবেল নাথ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার স্বনামধন্য শিক্ষক দম্পতি কানাই বন্ধু নাথ ও রূপসী দেবীর সন্তান। তিনি ২০০০ সালে আমেরিকায় পাড়ি জমান।
অন্যদিকে, মোহাম্মদ আব্দুর রহিমের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তিনি ২০১১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
এদিকে, সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিমের পদোন্নতিতে বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারী ক্যাপ্টেন একেএম আলম অভিনন্দন জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।