Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ২৭ নভেম্বর ২০২৩

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ উদ্বোধন

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে গত ২১ নভেম্বর। আমেরিকা থেকে বৈধ পন্থায় দেশে রেমিটেন্স প্রেরণ সহজতর করতে সোনালী এক্সচেঞ্জ মোবাইল ফোন অ্যাপের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার।

ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আফজাল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলিম উল্যাহ।

বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। একই সময়ে নিউইয়র্কে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান যুক্ত করা হয়। নিউইয়র্ক সিটির জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউজের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, গ্রাহক, সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে উদ্বোধনী পর্বে গ্রাহকদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে অ্যাপের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের আহবান জানিয়ে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র বলেন, নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, মেরিল্যান্ড, জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ২৪ ঘন্টা এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

ব্যাংক একাউন্ট এবং ক্যাশ পিকআপ ছাড়াও বিকাশ, নগদেও তাৎক্ষণিক টাকা পাঠানো যাবে। এক্ষেত্রে সরকার ঘোষিত ২.৫% প্রণোদনার সাথে সোনালী ব্যাংক অতিরিক্ত ২.৫% প্রণোদনা প্রদান করবে। সবমিলিয়ে ৫% বোনাস পাবে গ্রাহক।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ