Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

তফসিল বাতিলের দাবিতে মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ২০ নভেম্বর ২০২৩

তফসিল বাতিলের দাবিতে মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও গণবিরোধী নির্বাচনী তফসিল বাতিল করার দাবিতে ১৯ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা ও এর অঙ্গসংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। 

এ সময় তিনি বলেন, জনগণ সরকারের ফরমায়েসি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখান করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। তাই বিতর্কিত এই তফসিল বাতিল করতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। 

এ সময় তিনি আরও বলেন, গত ১৫ বছর শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং এবং সমাবেশ করে আসছে বিএনপি। কিন্তু ক্ষমতাসীন দলের পোষ্য ক্যাডার ও পুলিশ বাহিনীর দমন পীড়নে গুম, খন ও মিথ্যা মামলায় গ্রেফতারসহ বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাত করতে গণ গ্রেফতার অব্যাহত রেখেছে। 

বিদেশে অর্থপাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন বা দুর্নীতি চিহ্নিত করে অতিদ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয় সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, সদস্য মো: জসিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলি খান জুয়েল, সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, মালয়েশিয়া যুবদলের কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক আল ইমরান, কুয়ালালাপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এম মোজাম্মেল হক প্রধান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, যুব নেতা বাবু সরকার ও সাইফুল ইসলাম প্রমুখ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ