Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফ্রি প্যালেস্টাইন-এর দাবিতে জ্যামাইকা কমিউনিটির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২০ নভেম্বর ২০২৩

ফ্রি প্যালেস্টাইন-এর দাবিতে জ্যামাইকা কমিউনিটির সমাবেশ

ইসরাইল-হামাস’র মধ্যকার যুদ্ধ বন্ধসহ ফ্রি প্যালেস্টাইন-এর দাবীতে নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় প্রতিবাদ, বিক্ষোভ এবং জ্যামাইকা কমিউনিটির ব্যানারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বাদ জুম্মা জ্যামাইকায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।

জ্যামাইকা মুসলিম সেন্টারে সমবেত মুসল্লী ছাড়াও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লীরা সমাবেশে যোগ দেন। এসময় তারা দাবী-দাওয়া সম্বলিত ফেস্টুর, প্লাকার্ড, ব্যানার বহন ও প্রদর্শন করেন।

কর্মসূচী আয়োজনে সহযোগিতায় ছিলো জেএমসি, ইকনা, মুনা, কেয়ার-নিউইয়র্ক, মজলিশ শুরা প্রভৃতি প্রতিষ্ঠান ও সংগঠন।

জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, মুনার ন্যাশনাল ডিরেক্টর আরমান চৌধুরী, ইকনা লোকাল চ্যাপ্টারের সভাপতি তারিকুর রহমান, কেয়ার নিউইয়র্ক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আফাফ নাসের, ড্রাম-এর অর্গানাইজার কাজী ফৌজিয়াসহ আরও অনেকে।

জ্যামাইকার ১৬৮ ষ্ট্রীট ও হাইল্যান্ড এভিনিউ থেকে শান্তি মিছিলটি বের হয়ে হিলসাইড এভিনিউ ধরে ১৭৫ স্ট্রীট ও হিলসাইড এভিনিউর কর্ণারের পার্কে এসে শেষ হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ