নিউইয়র্কে সারা হোমকেয়ার ইউএসএ-এর ব্রঙ্কস শাখা উদ্ধোধন করা হয়েছে। গত ১২ নভেম্বর আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। নতুন এই শাখায় রয়েছে সিডি প্যাপ ও হোমকেয়ারসহ আরো নানা সার্ভিস।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন মীরউল্লাহ। সারা হোমকেয়ারের প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন সারা ও ভাইস প্রেসিডেন্ট ডা. জি সি পাটেলের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। তারা দুজনেই নতুন শাখা খোলায় বেশ আশাবাদী। সহযোগী ও সহকর্মীদের উদ্দেশ্য উৎসাহমূলক বক্তব্যও রাখেন তারা।
ডা. শাহজাদী পারভীন বলেন, আমি একজন ফার্মাসিষ্ট, কিন্তু বয়ষ্ক মানুষগুলো যেন সঠিক বেনিফিট পায় সে লক্ষ্য থেকেই হোমকেয়ার করেছি।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্য উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, সাংবাদিক রিতা রহমান, আলহাজ্ব সোলায়মান ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, লেখক আবাব চৌধুরী, ফয়েজ চৌধুরীসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।