মালয়েশিয়ায় সেরেম্বান বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ওয়াজ ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সন্ধ্যায় কুয়ালালামপুরের অদূরে নেগেরি সিমবিলান সেরেম্বানে রেস্টুরেন্ট আরকে সেডাপ-এ এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া সেরেম্বানের বিশিষ্ট ব্যাবসায়ী ও মুন্সিগঞ্জের কৃতি সন্তান মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন বাংলাদেশ থেকে আগত শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফিজ উদ্দিন।
তিনি দীর্ঘ সময় প্রবাসীদের কাছে কালেমার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেই সাথে প্রবাসীদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দেন।
পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ওয়াজ শেষে একজন অমুসলিম হিন্দু থেকে মুসলিম হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করেন নেন সেরেম্বান প্রবাসীরা।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজি ইলিয়াস, মো. তালেব মোল্লা, মো. পারভেজ মারুফ, মো. জাকির হোসেন, মো. ওবায়দুর রহমান, মো. আলম প্রমুখ। ওয়াজ মাহফিলের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল-৭৮৬।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।