
২০২২–২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে এসেছেন ১৩ হাজার ৫৬৩ জন বাংলাদেশি শিক্ষার্থী। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ-২০২৩–এ এই তথ্য তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ইনস্টিটিউট যৌথভাবে প্রতি বছর এই ওপেন ডোরস প্রতিবেদন প্রকাশ করে থাকে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২–২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ১০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ২০২২–২৩ শিক্ষাবর্ষে যে পরিমাণ বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে, সেটা আগের শিক্ষাবর্ষের চেয়ে ২৮ শতাংশ বেশি।
সামগ্রিকভাবে বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ এটি।
এছাড়া যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ের বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও ৫০ শতাংশ বেড়েছে। প্রায় ১০ হাজার বাংলাদেশি স্নাতক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছেন। ফলে যুক্তরাষ্ট্রে স্নাতক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এখন বাংলাদেশ বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।