
গত ১৩ নভেম্বর ছিল থ্যাংকস গিভিং ডে। এ উপলক্ষে নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান জহরান মামদানির উদ্যোগে ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় নিম্নআয়ের মানুষের মধ্যে হালাল টার্কি বিতরণ করা হয়েছে।
এস্টোরিয়ার ৩৬ এভিনিউ-এর ৩০ স্ট্রিটে এই কর্মসূচি পালিত হয়। জহরান মামদানী তার বক্তৃতায় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবীতে বাংলাদেশী কমিউনিটিসহ সবাইকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, উপদেষ্টা এমাদ চৌধুরী, চৌধুরী সালেহ, আব্দুর রহমান, দেওয়ান সাহেদ চৌধুরী, সৈয়দ মামুন কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদারসহ আরও অনেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আগামী ১৮ নভেম্বর দুপুরে একই সাথে আবারও ২০০ পরিবারের মধ্যে হালাল চিকেন ও গ্রোসারী বিতরণ করা হবে। সামনের দিনগুলোতে এই কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।