
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়্যারম্যান এমএ আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১২ নভেম্বর এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমএ আজিজকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এ সময় তাকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এমএ আজিজ আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা এমএ আজিজকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তিনি বাংলাদেশী কমিউনিটির কল্যাণে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছেন। কমিউনিটির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
প্রসঙ্গত, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এমএ আজিজ গত ৫ নভেম্বর পুনরায় সংগঠনটির বোর্ড অব ট্রাস্টির চেয়্যারম্যান নির্বাচিত হয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।