Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওজনপার্কে নিজ বাড়িতে আগুন লাগিয়ে বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ৭ নভেম্বর ২০২৩

ওজনপার্কে নিজ বাড়িতে আগুন লাগিয়ে বাংলাদেশি গ্রেফতার

নিউইয়র্ক সিটির ওজনপার্ক এলাকার একটি বাড়ীতে ভাড়াটিয়ারা ভাড়া না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে বাড়ীর মালিক নিজেই ঐ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। অভিযুক্তের নাম রফিকুল ইসলাম, পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

তার বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। কারণ, ঘটনার সময় ঐ বাড়ীতে দুই প্রাপ্তবয়স্ক এবং ছয়টি শিশু ছিল। যদিও নিউইয়র্ক ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তড়িৎ ব্যবস্থায় অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, ব্রুকলীনের ওজনপার্ক এলাকার ফরবেল স্ট্রীটে গত ৩ নভেম্বর এই ঘটনা ঘটে। দুই ফ্যামিলি বিশিষ্ট বাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া গত ২ বছর ধরে ভাড়া দিচ্ছিলেন না এবং বাড়ি থেকে যেতে বা বাড়িটি ছেড়ে দিতে অস্বীকার করে আসছিলেন। এতে বাড়ীর মালিক রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওজনপার্কের ঐ বাসার অভ্যন্তরীণ সিঁড়িতে আগুন ধরিয়ে দেন।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া কর্তৃক বাসা বা বাড়ির ভাড়া পরিশোধ না করার প্রবণতা লক্ষণীয়। বিশেষ করে করোনাকাল থেকে ভাড়া না দিয়ে আইনের আশ্রয় নিয়ে অনেক ভাড়াটিয়া বাসা বা বাড়ী ভাড়া দেননি। ফলে মালিক বিপদে পড়েন এবং আইনের আশ্রয় নিতে বাধ্য হন।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।

সংবাদটি শেয়ার করুনঃ