Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশি ট্রাভেল মালিকদের সংগঠন আটাব নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ২৮ অক্টোবর ২০২৩

বাংলাদেশি ট্রাভেল মালিকদের সংগঠন আটাব নিয়ে উদ্বেগ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল মালিকদের নিয়ে গঠিত আমেরিকান ট্রাভেল এসোসিয়েশন-আটাব এর সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সাংগঠনিক কার্যক্রম সচল করার জন্য বার বার উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।

২০১৮ সালে ট্রাভেল টিকিট বিক্রেতা মালিকদের মধ্যে ঐক্য, ব্যবসায়িদের কল্যাণ এবং গ্রাহদের স্বার্থ সংরক্ষণে এই এসোসিয়েশন গঠিত হয়। ওই সময় সভাপতি হিসেবে দায়িত্ব পান রহমানিয়া ট্রাভেলের সিইও মাওলানা কে রহমান মাহমুদ, সাধারণ সম্পাদক হলেন কর্ণফূলী ট্রাভেলের সিইও মোহাম্মদ হারুন।

এই কমিটি কিছুদিন তৎপর থাকার পর ধীরে ধীরে সবকিছু স্থবির হয়ে পড়ে। এরপর থেকে তেমন একটা সাংগঠনিক কার্যক্রম চোখে পড়েনি।

সম্প্রতি এক ট্রাভেল ব্যবসায়ি নারী ৩০/৩৫ জন গ্রাহকের কাছে টিকিট বিক্রি করে লাপাত্তা হয়ে যান। আরেক ট্রাভেল ব্যবসায়ি নাজমুল হুদা কয়েক লাখ ডলার হাতিয়ে নিলেও একাধিক আটাব সদস্যদের তার সাথে উঠাবসা করতে দেখা গেছে। এই পরিস্থিতিতে আটাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।

সংবাদটি শেয়ার করুনঃ