এফ কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করা প্রতিষ্ঠান ‘স্টাইল উইথ মি’-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। ৬ অক্টোবর বিকাল ৪টার দিকে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সুমনা কে. রিমি ফিতা কেটে নতুন শোরুমটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহাম্মদ শহীদুল্লাহ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ এবং পরিচালক রুমা খান।
সংক্ষিপ্ত বক্তব্যে স্টাইল উইথ মি-এর প্রেসিডেন্ট সুমনা রিমি বলেন, প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করেছিলাম। কাস্টমারের আগ্রহের কারণে এখন দ্বিতীয় শাখার উদ্বোধন করা হলো। আশাকরি, এখানেও আমরা ভালো করবো।
তিনি আরো বলেন, ট্রেন্ড অনুযায়ী ফ্যাশন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এই ব্যবসা যে কেউ বাসায় বসেই করতে পারেন। তবে ইচ্ছার পাশাপাশি পরিশ্রমও করতে হবে। বাংলাদেশি-আমেরিকান অনেক নারী আছেন, যারা ঘরের বাইরে গিয়ে চাকরি করতে পারছেন না কিন্তু তারা স্বাবলম্বী হতে চান। সেদিক থেকে ই-কমার্সের মাধ্যমে নারীরা ঘরে বসে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
শোরুমটিতে বিভিন্ন ধরনের শাড়ি, সেলোয়ার কামিজ ও অলংকার রয়েছে।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।