Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আইটিভি ইউএসএ-এর উদ্যোগে জমকালো সিরাত কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০১, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ১৮:১২, ২ অক্টোবর ২০২৩

আইটিভি ইউএসএ-এর উদ্যোগে জমকালো সিরাত কনফারেন্স

গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ-এর উদ্যোগে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার কুইন্সের ডিটমার্স বুলেভার্ডে অবস্থিত লাগোর্ডিয়া প্লাজা হোটেলে বিশাল এই আয়োজন সম্পন্ন হয়। 

কনফারেন্সে ছিল বিশ্বখ্যাত ক্বারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত, রাসুল (সা.)-এর জীবন নিয়ে আলোচনা, দোয়া-মাহফিল, ক্যালিগ্রাফি প্রদর্শনী, সিরাত বইমেলা এবং অ্যাওয়ার্ড প্রদান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, শায়েখ হাসান সালেহ, ইমাম শামসী আলী, শায়েখ ওয়ালিদ, ড. জাকির আহমেদ, ক্বারী নজরুল ইসলাম, ক্বারী ফখরুল ইসলাম আলমগীর, ডা. মো. ওয়াহিদুর রহমান, কণ্ঠশিল্পী ইকবাল হোসাইন জীবন এবং ক্বারী আবদুল্লাহসহ আরও অনেকে। 

নিউইয়র্ক সিটির বৈরি আবহাওয়ার মধ্যেও জমকালো এই কনফারেন্সে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন বিশ্বখ্যাত ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও অন্যান্য ক্বারীরা। রাসুলের শানে না’ত পরিবেশন করেন ইকবাল হোসাইন জীবন। 

সিরাত নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, রাসূলকে (সা.) শুধু জানা নয়, তার জীবনটাকে আমাদের জীবনে এপ্লাই করার চেষ্টা করতে হবে। যে যেখানে যে অবস্থায় আছি, আমরা যেন হজরত মোহাম্মদ (সা.)-কে ফলো করি। আমরা সবসময় আল্লাহকে ভালোবাসার কথা বলি। আসলে আল্লাহকে ভালোবাসা মানেই হলো তার রাসূলকে অনুসরণ করা।

ওইদিন আসরের পর থেকে মাগরেব পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা থেকে আগত খুদে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। মাগরেবের আজান দেন মুসতানজিদ বিল্লাহ রাব্বানী। নামাজের ইমামতি করেন আমেরিকার শীর্ষ ক্বারী উসতাজুল কুররা শায়েখ হাসান সালেহ। মেইন সেশনে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন তরুণ ক্বারী, মসজিদ তাওহিদের ইয়ুথ ডাইরেক্টর আবদুল্লাহ রোদেনসিক।

স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক প্রেসিডেন্ট, নিউইয়র্ক সিটি মেয়রের মুসলিম অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার, আইটিভি ইউএসএ-এর পৃষ্ঠপোষক ডা. মো. ওয়াহিদুর রহমান ডিডিএস। তিনি মহান আল্লাহ পাকের প্রশংসা এবং রাসুল (সা.)-এর প্রতি দুরুদ ও সালাম জানিয়ে মিডিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আইটিভি গত ৮ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীজুড়ে যে দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আইটিভির যে কনটেন্ট সেটা সাধারণ মুসলমানের জন্য বিরাট উপকারী। অন্যান্য সবার জন্য এই টেলিভিশন জ্ঞানার্জনের দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ক্বারী, নিউজার্সির মসজিদ দারুল ইসলাহ-এর পরিচালক এবং ইমাম ও খতিব শেখ ওয়ালিদ আল বারদাউইশ। তার মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শুনে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। 

দ্বিতীয় পর্যায়ে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন তাজবীদের ওপর মাহের বিশেষজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রসিদ্ধ ক্বারী শেখ নাদি। তিনি তাজবীদের বিভিন্ন স্টাইলসহ কোরআন তেলাওয়াত করে শোনান। 

শুরু থেকে পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের সম্মানিত ইমাম ও খতিব, রাওদা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. জাকির আহমেদ। 

উপস্থিত দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন আইটিভির অন্যতম পৃষ্টপোষক, হিলসাইড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আব্দুল আজিজ ভুঁইয়া। তিনি মুসলমানদের করণীয়, ঐক্য নিয়ে আলোচনা করেন। প্রিয় নবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার প্রতি আমাদের যে বাধ্য বাধকতা, সেটা মনে করিয়ে দেন। এর পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে মসজিদের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। দীর্ঘ সময় ধরে অসাধারণ ভঙ্গিতে, বিভিন্ন পঠন পদ্ধতিতে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করেন। সবশেষে কোরআন তেলাওয়াত করেন আমেরিকার শীর্ষ ক্বারী উসতাজুল কুররা শায়েখ হাসান সালেহ।

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ চিন্তক ড. আবু জাফর মাহমুদ। তিনি তার বক্তব্যে লিডারশিপ এবং বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যত বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। একজন মুসলমানকে প্রিয় নবীর আদর্শ অনুযায়ী দেশপ্রেম এবং আগামী দিনের নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। 

অনুষ্ঠানে আগত অতিথিদের নিউইয়র্ক সিটি কাউন্সিলের পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। এর পাশাপাশি আইটিভির পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয় ড. আবু জাফর মাহমুদ এবং শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারীকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ আত তাওহিদ-এর ইমাম ও খতিব মাওলানা ক্বারী ফখরুল ইসলাম আলমগীর।

 

দ্বিতীয় পর্বে সিরাহ ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অংশ নেন বিশিষ্ট অতিথিবৃন্দ। কনফারেন্সের মধ্যে আয়োজিত বইমেলায় অংশ নেয় দারুল আহনাফ, ইলহাম ইনস্টিটিউট, মসজিদ তাওহিদ, পিপল এন টেক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, দাওয়াহ ইউএসএ, আইটিভি ইউএসএসহ অন্যান্য স্টল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, দর্শক-শ্রোতা, স্পন্সরসহ সবাইকে ধন্যবাদ জানান আইটিভি ইউএসএ-এর সিইও মুহাম্মদ শহীদুল্লাহ।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ