জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। এ উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ গত ৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথসভা এবং এবং পরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক কর্মীসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহীন আজমল। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র অবস্থানকালে নেত্রীর ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা সর্ম্বধনা সভার আয়োজনের দায়িত্ব পাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার সর্ম্বধনা সভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।
তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের কাছে নেত্রীর সম্মান এবং সর্ম্বধনা সবচাইতে বড়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।