জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে সাবেক জাবিয়ানদের নিয়ে সকাল সন্ধ্যা চড়ুইভাতির আয়োজন করা হয়। ২৭ আগস্ট নিউইয়র্কের অদুরে লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এই মিলনমেলা বসে।
নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট এবং পেনসিলভেনিয়া থেকে সকল জাবিয়ান এসে যোগ দেন এই চড়ুইভাতির মহাযজ্ঞে। সংগঠনের আহবায়ক শামীম আরা বেগম এবং সদস্য সচিব তানজিল মাহমুদ অত্যন্ত দক্ষতার সাথে সব কিছুর সমন্বয় সাধন করেছেন।
কাঠের চুলায় খাসির মাংস রান্না দুপুরের খাবারে নতুন মাত্রা যোগ করে। পাপড়ী, শামীম, নবনী ও শাহরিয়ারের ইভেন্টগুলোতে ছিল নতুনত্ব। তানজিল এবং তৈমুরের সংগীত পরিবেশনা সকলকে আনন্দ দিয়েছে। দিনশেষে প্রানবন্ত লটারী এই আয়োজনকে পূর্নতা প্রদান করে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।