Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাংবাদিক সোলায়মানের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০২, ২৩ আগস্ট ২০২৩

সাংবাদিক সোলায়মানের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মানের মা আয়েশা বেগম (৮৪) স্থানীয় সময় সোমবার রাত ১০টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

তিনি ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার চৌদ্দগ্রামের আমানন্ডা কেদ্রীয় কবরস্থান হাফেজী ও দাখিল  মাদ্রাসা মাঠে জানাজা শেষে আমরা একই স্থানে দাফন করা হয়েছে। তিনি ২ ছেলে ২ মেয়ে, ভাইবোনসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম সাংবাদিক সোলায়মানোর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ