নিউইয়র্কে বাংলাদেশি মুসলিম কমিউনিটির বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার। এই প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত জামিয়া কুরআনিয়া একাডেমি থেকে চলতি বছর হাফেজ হয়েছেন ৭ জন শিক্ষার্থী। তারা হলেন- আনসার সিদ্দিকী, আহমেদ নভো, সামির চৌধুরী, মোহাম্মদ হামজা, নোহান রাকিন, শাকিল হোসেন ও ওয়ালিউর রহমান।
২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০২ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। গত ১১ আগস্ট এ বছরের নতুন হাফেজদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। এ সময় ৭ হাফেজকে পাগড়ী পড়িয়ে দেয়ার পাশাপাশি প্রদান করা হয় সনদপত্র।
চার পর্বে অনুষ্ঠিত গ্রাজুয়েশন অনুষ্ঠানে শিক্ষার্থী, তাদের পরিবার এবং অতিথিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারী আফতাব মান্নানের উপস্থাপনায় প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী সাফির মারুফ।
স্বাগত বক্তব্য দেন জেএমসি’র প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেএমসির সেক্রেটারী আফতাব মান্নান, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ বাবুল মজুমদার, সাবেক সেক্রেটারী জুন্নুন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন, সদস্য আতাউর রহমান, এমাদ সিদ্দিকী, মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।