Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জামাইকার সেলিম বিরিয়ানি এখন আশা হোম কেয়ারের মালিকানায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ৯ আগস্ট ২০২৩

জামাইকার সেলিম বিরিয়ানি এখন আশা হোম কেয়ারের মালিকানায়

নিউইয়র্কের জামাইকার হিলসাইড এভিনিউর সেলিম বিরিয়ানি এখন থেকে নতুন মালিকানায় পরিচালিত হবে। এ উপলক্ষে গত ২ আগস্ট গণমাধ্যম কর্মীদের সাথে গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সেলিম বিরিয়ানির নতুন পরিচালক আকাশ রহমান, আমজাদ হোসেন সেলিম, পরিচালক ঈশা রহমান ও রোজলিন আফরিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক এসএম সোলায়মান। আকাশ রহমান বলেন, ‘নিউইয়র্কে কমিউনিটির সেবায় এগিয়ে রয়েছে আশা হোমকেয়ার। এরই ধারাবাহিকতায় আমাদের নতুন সংযোজন সেলিম বিরিয়ানি। আগামী কয়েক মাসের মধ্যে চালু করা হবে পার্টি হল, যেখানে তিন শতাধিক লোক একসাথে পার্টি করতে পারবে।’

তিনি আরো বলেন, ‘নিউইয়র্ক স্টেটের হেলথ অ্যান্ড ফুড ডিপার্ট্মেন্টের আইন মেনে শতভাগ স্বাস্থ্যসম্মত সুস্বাদু ও বাংলাদেশী ঘরোয়া খাবার সরবরাহ করছি আমরা।

নিউইয়র্কে সবচেয়ে কম মূল্যে লাঞ্চ ও ডিনার দিচ্ছে সেলিম বিরিয়ানি। আকাশ বলেন, ‘আশা সোসাল এডাল্ট ডে কেয়ার সেন্টারসহ নিউইয়র্কের বিভিন্ন প্রাইভেট মেডিকেল অফিসেও সেলিম বিরিয়ানির খাবার সরবরাহ করা হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ