
গ্লোবাল পিস অ্যামব্যাসেডর ড. আবু জাফর মাহমুদ বলেছেন, আমার প্রেম ভালোবাসা ও হৃদয়ের অংশ সিলেট। সম্প্রতি রকল্যান্ড লেক স্টেট পার্কে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, নিউইয়র্ক অ্যান্ড নিউজার্সি আয়োজিত বার্ষিক বনভোজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
সুলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব আলমগীর হোসেন, সাবেক পোস্টাল ইন্সপেক্টর আব্দুল মালিক চাকলাদার, বাংলা জামে মসজিদের সেক্রেটারি জনাব লালন আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন মিজানুর রহমান শিকদার, মাহমুদ হোসেন, এডভোকেট নুরুল ইসলাম, মামুন রশীদ, কাজী কামিল আহমদ, শাহেল আহমদ, রেজাউল হক রেজা, আবুল হাসনাত, অলিদ আহমদ, আব্দুল মুক্তাদির প্রমুখ।
ড. আবু জাফর মাহমুদ বলেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অসাধারণ একটি নাম।
‘অন্যান্য জাতিগোষ্ঠি যখন একে অপরের সঙ্গে সম্পর্ক ভুলে যাচ্ছে, প্রিয়জন ভুলে যাচ্ছে, সমাজ সংস্কৃতির প্রতি উন্নাসিক হয়ে উঠছে, ব্যক্তিস্বার্থ ও সংকীর্ণতার চর্চা করছে তখন আমার প্রিয় সিলেটের কিছু মানুষ পরিবারিক সম্পর্ক অটুট রাখার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামের এই সংগঠন গড়ে তুলেছে।’