সহকর্মীদের ঐক্যের মিলনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন। ১৫ জুলাই হেকশেয়ার স্টেট পার্কে আগত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্ভোধন করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশন সিইও আবু তাহের।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান স্পসর আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, চেয়ারম্যান আশা রহমান, জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির যুগ্ন সম্পাদক আমিনুল চৌধুরী, রুপসী চাঁদপুরের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্রে কাজী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী এনামুল হক, চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্রে শাপলা ওয়েল ফেয়ার সেক্রেটারি রুহুল আমিন, কুমিল্লা সমিতির সেক্রেটারি আল আমিনসহ আরও অনেকে।
বনভোজনের র্যাফেল ড্রতে প্রথম পুরষ্কার ঢাকা নিউইয়র্ক ঢাকা বিমান টিকিট বিজয়ী হয়েছেন আশা হোম কেয়ারের এরিয়া ম্যানেজার শাহান ইসলাম।
আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির আশা আকাঙ্ক্ষার প্রতিপলনে কাজ করছে আশা হোম কেয়ার। বনভোজনে অংশ গ্রহনের সুযোগ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান আকাশ রহমান ও আশা রহমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।