
নিউইয়র্কের মুসলিম কমিউনিটি বিশেষকরে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে পরিচালিত অন্যতম বড় মসজিদ সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টার তথা মসজিদ আল কুবা। এই মসজিদের ইমাম আবু সাঈদের বিদায় উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সাথে গত ১ জুনের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় নতুন ইমাম আল আমিন আরাফাতকে। অনাড়ম্বরভাবে আয়োজিত এই অনুষ্ঠানে মসজিদটির ট্রাস্টি বোর্ডের সদস্য, নির্বাহী কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং বিশিষ্ট মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইমাম আবু সাঈদ তার আবেগঘন বিদায়ী বক্তব্যে জানান, দীর্ঘদিন আপনাদের সঙ্গে নামাজ আদায় করেছি, ইমামতি করেছি। মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই। তাই আশাকরি আমার যে কোনো ভুল আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এ সময় মসজিদে কুবার নির্বাহী কমিটির প্রেসিডেন্ট কাজী এম আর খান সেলিম বিদায়ী ইমামকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘদিন আপনি আমাদেরকে সার্ভিস দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, আমাদেরও কোনো ভুল হলে মার্জনা করবেন। আপনি আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন বটে, তবে ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাকে কিংবা আমাদেরকে জানাবেন। আপনাকে সাহায্য করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
চ্যানেল ৭৮৬-কে কাজী এম আর খান সেলিম জানান, মসজিদে কুবার এবারের নতুন ইমাম নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে ছিলেন মুফতি জুবায়ের আলম এবং মুফতি আতাউর রহমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।