সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী, নেত্রকোনা জেলা মহিলা লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে একটি ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুন অনুষ্ঠিত হওয়া এই শোকসভা আয়োজন করা হয় নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ-এর পক্ষ থেকে। সহযোগিতায় ছিল আইটিভি ইউএসএ এবং চ্যানেল ৭৮৬।
মুহাম্মদ শহীদুল্লাহর উপস্থাপনায় শোকসভায় বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা সমিতি ইউএসএ-এর সভাপতি বিজন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল আলম রানা, সদস্য ইন্দ্রজিত সিংহ গোপাল, প্রধান উপদেষ্টা মো. মিঠু।
এ ছাড়া কামরুন্নেছা আশরাফ দীনার স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন তৌহিদুল খান তপন, পাভেল, মফিদুল ইসলাম রানা, রনি সরকার, আশরাফুল তালুকদার লিটন, শফিক আহমেদ এবং সুভাস দা।
কামরুন্নেছা আশরাফ দীনার পরিবারের সদস্য হিসেবে স্মৃতিচারণ করেন আশরাফ আলী খান খসরু এমপির বোন পারভীন খান। নিউইয়র্ক, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার নেত্রকোনাবাসী ভার্চুয়াল এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বক্তারা বলেন, মরিলে কাঁদিবে ভুবন-কবিতার এই লাইনের বাস্তব উদাহরণ মরহুম কামরুন্নেছা আশরাফ দীনা। তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ, কাঁদছে নেত্রকোনার মানুষ। নেত্রকোনার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ ছিলেন তিনি। এই জেলার উন্নতির স্বপ্ন দেখেই তিনি ক্ষান্ত হননি, স্বপ্ন বাস্তবায়নও করেছেন।
মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল কামরুন্নেছা আশরাফ দীনার। নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ-এর যে কোনো প্রয়োজনে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। তাই এই সংগঠনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি অনেক অনেক সমবেদনা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।