Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রমজানে কেনাবেচায় জমে উঠেছে খলিল বিরিয়ানি হাউস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২১, ২৬ মার্চ ২০২৩

রমজানে কেনাবেচায় জমে উঠেছে খলিল বিরিয়ানি হাউস

ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে প্রতি বছরের মতো এবারও রোজাদারদের জন্য রকমারি ইফতারির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নানা ধরনের কাবাব, জিলাপি, সমুচা, ভেজিটেবল পকোরা, হালিম, সরবত, খোরমা, নানা জাতের মিষ্টি, পুরি, পিয়াজু, বেগুনি, ছোলা, আলু চপ, ডিম চপ, সিঙ্গারা।

এ ছাড়া নানা পদের বিরিয়ানি, চিকেন ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, তিলি চিকেনসহ নানারকম চাইনিজ আইটেমও রয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান জানান, রোজাদাররা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের খেদমতের জন্য প্রতি বছর সাধ্যমত চেষ্টা চালাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার বড় বড় তিনটে কিচেন রয়েছে। সবগুলি ব্যবহার করে আমার কর্মীদের নিয়ে রোজাদারদের জন্য আকষর্ণীয় ইফতার তৈরি করেছি।

শেফ খলিলুর রহমান আরও জানান, শুধু মুখরোচক নয় ইফতার যেন স্বাস্থ্যসম্মত হয় সে প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। এবার রোজার প্রথম দিনেই আশানুরুপ সাড়া পেয়েছি। পুরো মাসেই তাদের কাছ থেকে এমন সাড়া পাব বলে আশা করছি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ