Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘এক বছর আগেই’ আবেদন

Desk News

প্রকাশিত: ১৩:১৫, ৪ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘এক বছর আগেই’ আবেদন

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছে, একাডেমিক মেয়াদ শুরু হওয়ার এক বছর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁরা প্রোগ্রাম শুরু হওয়ার ৩০ দিনের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সাধারণত দুই ক্যাটাগরিতে ভিসা দেয়। ক্যাটাগরি দুটি হচ্ছে—এফ ও এম। এ দুটি ক্যাটাগরির ভিসার জন্য শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক প্রোগ্রাম শুরু হওয়ার ৩৬৫ দিন আগে আবেদন করতে পারবেন। 

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবশ্যই স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর সিস্টেমে (সেভিস) নিবন্ধিত হতে হবে। শিক্ষার্থীর পত্নী ও নাবালক সন্তানেরা যদি তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান, তবে ওই শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলাদা ফরমে আবেদন করতে হবে। 

স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, এফ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীদের তাঁদের প্রোগ্রাম শেষ হওয়ার ৬০ দিনের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ