Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, পড়াবেন তারাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

নিউইয়র্কে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, পড়াবেন তারাবি

বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব বাংলাদেশ থেকে নিউইয়র্কে আসছেন। তিনি নিউইয়র্কের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও শিক্ষাদান প্রোগ্রাম পরিচালনা করবেন। পাশাপাশি রমজান মাসে ব্রুকলিনের বায়তুল জান্নাহ মসজিদে তারাবির ইমামতি করবেন।

আগামী ৬ মার্চ তার নিউইয়র্কে আসার কথা রয়েছে। এরপর ঈদুল ফিতরের ২দিন পর বাংলাদেশে ফিরে যাবেন বলে জানা গেছে।

হাফেজ নাজমুস সাকিব বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে ২০১০ সালে কোরআনে হাফেজ হন তিনি। ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত ‘কোরআনের আলো’ নামক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

সে বছরেই ভারতের ব্যাংগালোরে পৃথিবীর ২৭টি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।

এরপর ২০১৩ সালে সৌদি আরবে মক্কায় অনুষ্ঠিত ৭০টি দেশের হাফেজদেরকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন। পবিত্র হারামাইনের সর্বজন শ্রদ্ধেয় ইমাম আব্দুর রহমান আল সুদাইস তাকে আলিঙ্গন করে নিজ হাতে পতাকা ও ৮০ হাজার রিয়াল পুরষ্কার প্রদান করেন


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ