Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাউন্সিলওম্যান শাহানা হানিফের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ২৮ জানুয়ারি ২০২৩

কাউন্সিলওম্যান শাহানা হানিফের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম কাউন্সিল মেম্বার শাহানা হানিফের নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া একাউন্ট খোলা হয়েছে। আর এই একাউন্ট থেকে বিভিন্নজনের কাছে মেসেঞ্জারে ব্যক্তিগত তথ্য ও অর্থ সাহায্য চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহানা হানিফ নিজেই। 

সিটির ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান শাহানা হানিফ এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শাহানা হানিফ বলেন, আমার নামে একাধিক ভুয়া একাউন্ট খোলা হয়েছে ফেসবুকে। 

‘এ বিষয়ে রিপোর্ট করার পর তিনটি একাউন্ট নিষ্ক্রিয় করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আমার নাম দিয়ে খোলা একাউন্ট থেকে আমার আত্মীয়-স্বজন এবং পরিচিতজনদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ চাওয়া হয়েছে।’ 

শাহানা জানান, তিনি মেসেঞ্জারে কাউকে ব্যক্তিগত কোন তথ্য কিংবা অর্থ দিতে বার্তা পাঠাননি। তিনি এ ধরনের যে কোন বার্তা পরিহার করার অনুরোধ জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ