যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি কমিউনিটির অন্যতম বড় সংকটের নাম কবরস্থানের সংকট। নানা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেও খুব একটা লাভ হয়নি। তবে এবার বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ-এর উদ্যোগে নিউ জার্সির পাইনব্রোক কবরস্থানে এক হাজার ৭৫০টি কবর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যা থেকে এক হাজার ৫৫০টি উপজেলার অন্তর্গত প্রতিটি গ্রামভিত্তিক সংগঠনের হাতে তুলে দেয়া হবে।
এ উপলক্ষে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় ব্রুকলিনের স্কাইলাইন হলে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুবের পরিচালনায় এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০০টি কবর সমিতির নিজস্ব নামে রেখে বাকি এক হাজার ৭৫০টি নিউইয়র্কে বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত গ্রামভিত্তিক প্রায় ১৩টি আঞ্চলিক সংগঠনের মধ্যে বরাদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামভিত্তিক সংগঠনগুলো তাদের নামে বরাদ্ধকৃত কবরগুলোর মূল্য কিস্তিতে পরিশোধ করবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।