নিউইয়র্কে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষের কণ্ঠে বাংলা নববর্ষ-১৪৩০ বরণের প্রস্তুতি বা মহড়া শুরু হয়েছে। ২১ জানুয়ারি বিকেলে এ উপলক্ষে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টার ছোট বড় সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
এনআরবি ওয়ার্ল্ডওয়াইড-এর উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল তিনদিনব্যাপী শতকণ্ঠে বাংলা গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হবে। থাকবে মঙ্গল শোভাযাত্রা।
সাংবাদিক শামীম আল আলামিনের উপস্থাপনায় মহড়ার শুরুর আগে শুভেচ্ছা বক্তৃতা করেন সাংবাদিক তোফাজ্জল লিটন। পরে বাংলা সংস্কৃতির বিকাশে বাংলা গানের গুরুত্ব তুলে ধরেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মহড়ার পরিচালক মহিতোষ তালুকদার তাপস, বিশ্বজিত সাহা, আল্পনা গুহসহ আরও অনেকে। পরে টানা তিন ঘন্টা ধরে চলে শতকণ্ঠে বাংলা গানের রিহার্সল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।