Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনে ভেসে উঠল একখণ্ড বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ২২ ডিসেম্বর ২০২২

টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনে ভেসে উঠল একখণ্ড বাংলাদেশ 

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনে বারবার ভেসে আসছিল বাংলাদেশের পতাকা। ভেসে আসছিল বাংলাদেশের মহান স্বাধীনতার নানা গৌরব গাঁথা। সারা বিশ্বের মানুষ এবারের বিজয় দিবসের প্রথম প্রহরে এমন দৃশ্যই দেখেছে অবাক বিস্ময়ে। 

টাইমস স্কয়ার যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ। 

১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিট পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত টাইমস স্কয়ারে অবস্থিত ১৫৪০ ব্রডওয়ে ভবনের বিশাল পর্দায় প্রতি পাঁচ মিনিট পর পর ভেসে উঠেছে উজ্জ্বল, সবুজাভ এক বাংলাদেশ।

উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, আমাদের স্বাধীনতার গৌরবগাঁথা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছি। আমাদের জাতীয় অর্জনের যে আনন্দ, তা উপভোগ্য করে তুলতে চাই সবার জন্য।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ