Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রঙ্কসের পার্কচেস্টারে হচ্ছে মেট্রো নর্থের স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫২, ২১ ডিসেম্বর ২০২২

ব্রঙ্কসের পার্কচেস্টারে হচ্ছে মেট্রো নর্থের স্টেশন

ব্রংকসের পার্কচেষ্টারে থামবে মেট্রা-নর্থ ট্রেন। সেখান থেকে ২৫ মিনিটেই যাত্রীরা পৌঁছে যাবেন পেন স্টেশন বা মিড টাউন ম্যানহাটানে। পার্কচেষ্টার ভ্যান নেষ্ট স্টেশনসহ ইস্ট ব্রংকসে আরও ৪টি মেট্রো-নর্থ স্টেশন তৈরি করা হচ্ছে। 

এ স্টেশনগুলো হচ্ছে মরিস পার্ক, হান্টস পয়েন্ট ও কো-অপ সিটি। সম্প্রতি গর্ভনর ক্যাথি হোকুল এই স্টেশনগুলি স্থাপনের ঘোষণা দেন। তিনি বলেন, গত ৩০ বছর ধরে এই প্রজেক্টের কথা সবাই বলে এসেছেন। আজ আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু হলো। 

এতে নর্থ ও ইস্ট ব্রংকসের হাজার হাজার মানুষ অল্প সময়েই ওয়েস্ট সাইড ম্যানহাটানে আসতে পারবেন। এই দূরত্বে আসতে এখন রেগুলার সাবওয়েতে লাগে ৭৫ মিনিট। 

এ প্রজেক্ট সম্পন্ন হলে তারা ২৫ মিনিটেই এই পথ পাড়ি দেয়া যাবে। এ জন্য ৩.১ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছে। যা এসেছে বাইডেন প্রশাসনের ইনফ্রাস্ট্রাকচার বিল থেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ