Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আমেরিকান কারি অ্যাওয়ার্ড চালুর রূপরেখা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ১৬ ডিসেম্বর ২০২২

আমেরিকান কারি অ্যাওয়ার্ড চালুর রূপরেখা ঘোষণা

বৃটিশ কারি অ্যাওয়ার্ডের আদলে আমেরিকান কারি অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা আগেই দিয়েছিলেন খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কমিউনিটির সুপরিচিত শেফ মো. খলিলুর রহমান। এবার এই অ্যাওয়ার্ড চালুর রূপরেখা ঘোষণা করলেন তিনি। 

গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় খলিল পার্টি সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ব্যাপারে বিস্তারিত জানান তিনি। খলিলুর রহমান বলেন, ২০২৩ সালের শেষদিকে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জমকালো ‘আমেরিকান কারি এ্যাওয়ার্ড’ এর প্রথম আয়োজন। 

১২ থেকে ১৫টি ক্যাটাগরিতে এ এ্যাওয়ার্ড দেওয়া হবে। রন্ধন শিল্পে দক্ষ ও পরিচিত ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ডে বিচারক হিসেবে থাকবেন। 

বৃটিশ কারি অ্যাওয়ার্ড শুধুমাত্র ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আমেরিকান কারি এ্যাওয়ার্ডে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের রন্ধনশিল্পীরা অংশ নেয়ার সুযোগ পাবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ