Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বৃটিশ কারী অ্যাওয়ার্ড পেলেন শেফ খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ৩০ নভেম্বর ২০২২

বৃটিশ কারী অ্যাওয়ার্ড পেলেন শেফ খলিলুর রহমান

রন্ধনশিল্পীদের কাছে অস্কারখ্যাত বৃটিশ কারী অ্যাওয়ার্ড পেয়েছেন নিউইয়র্কের বিশিষ্ট শেফ, কমিউনিটির প্রখ্যাত ব্যবসায়ী, খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান। অ্যাওয়ার্ডটির ১৮তম বর্ষে এই প্রথম যুক্তরাজ্যের বাইরের কেউ এটি পেলেন। 

দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথি, অনেক এমপি, বিবিসিসহ অসংখ্য মুলধারার সাংবাদিকের উপস্থিতিতে খলিলুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বৃটিশ কারী অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা মরহুম এনাম আলীর ছেলে ও প্রতিষ্ঠানের ডিরেক্টর জেফরি আলী। 

ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে বৃটিশ প্রধানমন্ত্রী ঋসি সুনাক রেকর্ডেড বক্তব্য পাঠান, যা অতিথিদের শোনানো হয়। 

অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিমসহ অনেক বৃটিশ সেলিব্রেটি উপস্থিত ছিলেন। ‘দ্য এভালুশন লন্ডনে’ বৃটিশ কারী ইন্ড্রাস্ট্রির ইতিহাসে সবচেয়ে জমকালো এই আয়োজন সম্পন্ন হয় গত ২৮ নভেম্বর।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ