রন্ধন শিল্পীদের কাছে অস্কারখ্যাত বৃটিশ কারী অ্যাওয়ার্ডে অংশ নিতে লন্ডন গেলেন খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী শেফ খলিলুর রহমান। ২৮ নভেম্বর ‘দ্য এভালুশন লন্ডনে’ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, কারী ইন্ডাস্ট্রিকে ব্রিটেনসহ বিশ্ব নাগরিকদের মনোযোগের কেন্দ্রে নিয়ে যেতে বিশিস্ট ব্যবসায়ী এনাম আলী চালু করেন ‘ব্রিটিশ কারী এওয়ার্ড’।
গত ১৬ বছর ধরে অনুষ্ঠিত এই এওয়ার্ডগুলোতে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ মেইন স্ট্রিমের রাজনীতিবিদ এবং হাই প্রোফাইল সেলিব্রেটিরা অংশ নিয়ে আসছেন।
কারী ইন্ডাষ্ট্রির সাথে জড়িতদের মূলধারায় স্বীকৃতি সর্বপ্রথম ব্রিটিশ কারী এওয়ার্ডের মাধ্যমেই শুরু হয়। শেফ খলিলুর রহমানকে বৃটিশ কারী এওয়ার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।