
কানেকটিকাটের প্রথম বাংলাদেশি আমেরিকান সিনেটর মো. মাসুদুর রহমানের সৌজন্যে ‘মিট এন্ড গ্রিট উইথ মাসুদুর রহমান’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর জ্যামাইকার স্মার্ট ক্যাফেতে এই মিট অ্যান্ড গ্রিট সম্পন্ন হয়।
এতে সিনেটর মাসুদুর রহমান বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ববোধ করি। আমাদের কমিউনিটির জন্য আমাদেরকেই আওয়াজ তুলতে হবে। সবাইকে একসাথে হতে হবে। আমি জানি না সেটা কীভাবে সম্ভব, তবে করতে হবে। আসুন আমরা সবাই একসাথে কাজ করি। কমিউনিটিকে এগিয়ে নিতে ভূমিকা রাখি।’
নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সহায়তায় ফ্রেন্ডস অব মো. মাসুদুর রহমান এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সভাপতি বাংলাদেশী আমেরিকানদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার অন্যতম পথিকৃত মোর্শেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট ও নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।