বিশাল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। নিউইয়র্কের লাগোর্ডিয়া প্লাজা হোটেলে আগামী ২৬ নভেম্বর এই আয়োজন সম্পন্ন হবে।
দুপুর ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। আয়োজনটিকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
জোরেশোরে চলছে প্রস্তুতি। জ্যাকসন হাইটসের ৭৬-১২ ব্রডওয়েতে অফিস নিয়ে প্রতিদিনই মিলিত হচ্ছে এলামনাইরা। সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে মিটিং, সেখানে মতবিনিময়ের মাধ্যমে আয়োজনকে সফল করার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
জোর দেওয়া হচ্ছে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে। এই অংশে পারফর্ম করবেন রথীন্দ্রনাথ রায়, ফেরদৌস আরা, চন্দন চৌধুরী, শশী এবং তামি জাকারিয়া। দলগত পারফর্ম করবে- বিপা, চন্দ্র ব্যানার্জি ডান্স গ্রুপ এবং আড্ডা ডান্স একাডেমি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।