চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা-এর গৌরবের ২৯ বছর উপলক্ষে এলামনাইট ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে।
রাজনৈতিক দলের প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনের সময়ের দাবি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া হোটেলে এই অনুষ্ঠান পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মিজানূর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন।
মাহমুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এ এফ ইমাম আলী, প্রফেসর ড. শফিকুর রহমান, ড. রাহমান নাসির উদ্দিন ।
অনুষ্ঠানটির আহ্বায়ক আবু জাফর মাহমুদ, সদস্য সচিব আবদুল আউয়াল শামীম, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ও সাধারণ সম্পাদক এস, এম, ইকবাল ফারুক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।