Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ২৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪৪, ১০ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:১৮, ১০ নভেম্বর ২০২২

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ২৬ নভেম্বর

আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। নিউইয়র্কের লাগোর্ডিয়া প্লাজা হোটেলে আগামী ২৬ নভেম্বর এই আয়োজন সম্পন্ন হবে। 

সম্প্রতি এলামনাই এসোসিয়েশনের একটি বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। দুপুর ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, হার্ভাড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আবদুল্লাহ শিবলী, ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের প্রফেসর ইমিরেটাস ড. মোস্তাফা সারওয়ার, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ আবু কায়সার। 

ঐতিহাসিক এই আয়োজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদা আক্তার লিলি। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন মোল্লা মনিরুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গাজী সামসউদ্দীন।

পুরো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ড. চৌধুরী এস হাসান। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মো. খলিলুর রহমান ও আনোয়ার হোসেন। 

অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- মোহাম্মদ হোসেন খান, মো. জসিম উদ্দিন, মাসুম এম মহসিন, মো. তাজুল ইসলাম, একে আজাদ তালুকদার, স্বপন বড়ুয়া, হজরত আলী, আর্থার আজাদ, পরেশ শরমা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের এই আয়োজনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এমএস আলম, গোলাম মোস্তফা এবং বিশ্বজিৎ চৌধুরী। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ টিপু সুলতান। উপদেষ্টা হিসেবে রয়েছেন- ড. নুরুন নবী, ড. মহসিন পাটোয়ারী, ড. আবদুল্লাহ, আতিকুর রহমান সালু, নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আলি ইমাম শিকদার, হেলালুর করিম, গোলাম মোস্তফা, তৈয়বুর রহমান হারুন, ফখরুল আলম, সাইফুদ্দিন আহমেদ, এটর্নি অশোক কর্মকার এবং ইসমাঈল রহমান।

অনুষ্ঠানের চিফ কনসালটেন্ট, ইন্টারন্যাশনাল হিসেবে দায়িত্ব পালন করবেন সাঈদুর রব এবং চিফ কনসালটেন্ট, যুক্তরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম মাওলা মানিক।

অনুষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রত্যেকের জন্য ফি দিতে হবে ১০০ ডলার। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে রাতের খাবার বিতরণ করা হবে। 

অনুষ্ঠানের অর্থনৈতিক বিষয় সামলাবেন হানিফ মজুমদার। এ ছাড়া কালচার- মো. গোলাম মোস্তফা, মিডিয়া প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক- মো. তাজুল ইসলাম, পাবলিসিটি- লিয়াকত আলী, ইন্টারন্যাশনার লিঁয়াজো- মোরশেদ আলম, মেইন স্ট্রিম লিঁয়াজো- মাফ মিসবাহ উদ্দিন, কমিউনিটি বিজনেস অ্যাফেয়ার্স- এমএস আলম, ওয়েবসাইট ও রেজিস্ট্রিশন- রুহুল আমিন সরকার, রিসিপশন-এ কে আজাদ তালুকদার, ভলান্টিয়ার- মো. আব্দুস সালাম, ল’ অ্যান্ড এনফোর্সমেন্ট- সৈয়দ এনায়েত আলী, ট্রান্সপোর্টেশন- মো. ইউসুফ আলী, হোটেল একোমোডেশন- মহিউদ্দিন দেওয়ান, ম্যানেজমেন্ট- জহিরুল হক, আইটি এবং সোশ্যাল নেটওয়ার্ক সাইফুল ইসলাম খান, গেস্ট রেজিস্ট্রেশন- মো. আজহার আলি খান, নিউইয়র্ক কমিউনিটি কো-অর্ডিনেটর অ্যানি ফেরদৌস, হেলথ অ্যান্ড এইড- ড. কাজী এম আলম, স্টেজ লাইট অ্যান্ড সাউন্ড শামসুন নাহার নূপুর চৌধুরী, ভেন্যু ডেকোরেশন মোহাম্মদ হাসান রোকন, পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন সাইফুল ইসলাম ভুঁইয়া, ফটোগ্রাফি- মুহাম্মদ শহীদুল্লাহ। 

কালচারাল প্রোগ্রামের বিভিন্ন পর্বে পারফর্ম করবেন রথীন্দ্রনাথ রায়, ফেরদৌস আরা, চন্দন চৌধুরী, শশী এবং তামি জাকারিয়া। দলগত পারফর্ম করবে- বিপা, চন্দ্র ব্যানার্জি ডান্স গ্রুপ এবং আড্ডা ডান্স একাডেমি। 

অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছেন- এটর্নি মঈন চৌধুরী, শাহ নেওয়াজ, আসেফ বারী টুটুল, আবদুল কাদের মিয়া এবং আহসান হাবিব।   

আয়োজক কমিটি জানায়, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর নামে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করুন এই ওয়েব সাইটেঃ www.duaausa.com

সংবাদটি শেয়ার করুনঃ