
নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন গোলাম মহিউদ্দিন নামে এক বাংলাদেশি। গত ৩০ অক্টোবর এই দুর্ঘটনা ঘটে। এতে তার পাঁজরের ৮টি হাড় এবং ঘাড়ের হাড় ভেঙ্গে গেছে।
বেলভিউ হাসপাতালে ১ নভেম্বর রাতেও অচেতন অবস্থায় ছিলেন মহিউদ্দিন। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরা গ্রামের সন্তান কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে কুইন্সের ওজোনপার্কে বসবাস করেন।
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যে ড্রাইভার এই ঘটনা ঘটান তার নাম হামজা। তবে পুলিশ কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর তাকে ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে দোষ স্বীকার করে নেন হামজা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।