Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বাংলাদেশ ফেস্টিভাল অব ফুড অ্যান্ড কালচার ৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৩ নভেম্বর ২০২২

নিউইয়র্কে বাংলাদেশ ফেস্টিভাল অব ফুড অ্যান্ড কালচার ৬ নভেম্বর

নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসব গ্রুপ প্রেজেন্টস ‘টমি মিয়া বাংলাদেশ ফেস্টিভাল অব ফুড অ্যান্ড কালচার’। আগামী ৬ নভেম্বর বিকেল ৪টায় কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় শুরু হবে এই আয়োজন। 

প্রোমোটিং এ পজিটিভ বাংলাদেশ স্লোগানে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্রেস ফুড অ্যান্ড বেভারেজ। আয়োজনে সহযোগী হিসেবে থাকবে খলিল ফুড ফাউন্ডেশন, ডিরেক্ট মর্টগেজ ও টাইম টেলিভিশন। 

অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে- চ্যানেল ৭৮৬, ঠিকানা, পরিচয়, বাংলা পত্রিকা, আজকাল, প্রবাস, নবযুগ, ইউএসএ নিউজ অনলাইন এবং রেডিও ফুর্তি। এক বার্তায় অনুষ্ঠানটিতে সবাইকে উপস্থিত থাকার বিনীত আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ