Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ-এর মিলাদুন্নবী কনভেনশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ১ নভেম্বর ২০২২

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ-এর মিলাদুন্নবী কনভেনশন

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর জ্যামাইকার তাজমহল পার্টি হলে মাগরিবের নামাজের পর থেকে রাত ১১টা পর্যন্ত এই কনভেনশন অনুষ্ঠিত হয়। 

হাফিজ মোহাম্মদ ইদ্রিচের সঞ্চলনায় মাহফিলে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা শাহসুফী সৈয়দ সাইফউদ্দিন আহমেদ আল হাসানী। কীনোট স্পীকার ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ এমদাদুল হক।

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা আতাউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন মসজিদ আল নুরের ডিরেক্টর আল্লামা কারি গোলাম রাসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মুহাম্মদ ইকবাল হোসেইন, প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামালসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ