
আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের সদস্য, রাবেতা আল ইসলামি আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি নিউইয়র্কে পা রেখেছেন ১৭ অক্টোবর। এ সময় জনএফ কেনেডি বিমানবন্দরে বিশ^নন্দিত এই আলেমকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
দারুল আহনাফ নিউইয়র্কের উদ্যোগে সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এই গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের বিভিন্ন স্তরের আলেম-ওলামারা অংশ নিয়েছেন।
আহলান-সাহলান বলে তারা আল্লামা আরশাদ মাদানীকে যুক্তরাষ্ট্রের মাটিতে বরণ করে নেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ।
জানা গেছে, ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসেলভেনিয়া এবং ওয়ালডনের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামিক সেন্টার পরিদর্শন করবেন আল্লামা আরশাদ মাদানী। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।